স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে যোগিনীমুড়া ফুটবল স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর শুক্রবার বিকেলে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই খেলায় যোগিনীবাগ ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চিথলিয়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিটন জিগজাগ অটো ইটভাটার স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মোঃ মেজবাউল ইসলাম লিটন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, যোগিনীমুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, শিক্ষক জুলহাস উদ্দিন, যোগিনীমুরা জামে মসজিদের সভাপতি হেলাল উদ্দিন তালুকদার, সমাজ সেবক আনসার আলী, আব্দুস জব্বার, শামীম ইকবাল, মনিছুর রহমান, আকমল হোসেন, মিষ্টার আলী, ইব্রাহিম খলিল, আব্দুস ছাত্তার, ছেফাতুল্লাহ প্রমুখ। ধারা বিবরণীতে ছিলেন শিক্ষক শাহাদৎ হোসেন ও রাশেদ নাজির। খেলা পরিচালনায় ছিলেন খুররম, সাধন ও আরিফ।
খেলা শেষে বিজয়ী ও বিজীতদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। টুর্ণামেন্টে মোট ৮টি দল অংশ নেয়।