নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মিতালী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর শুক্রবার বিকেলে উপজেলার শালমারা মাঠে আয়োজিত ওই খেলায় অংশ গ্রহন করে নালিতাবাড়ী ব্ল্যাক ষ্টার ক্লাব বনাম বারমারী পলাশীকুড়া উদয়ন যুব সংঘ। নির্ধারিত সময়ের মধ্যে পলাশীকুড়া উদয়ন যুব সংঘ নালিতাবাড়ী ব্ল্যাক ষ্টার ক্লাবকে ০১-০০ গোলে পরাজিত করে ফাইনাল খেলায় অংশ গ্রহন নিশ্চিত করে।

খেলায় প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক ও পোড়াগাঁও ইউপি চেয়াম্যান মো. আজাদ মিয়ার প্রতিনিধি ইউপি সদস্য নুর ইসলাম, পোড়াগাঁও কৃষক লীগের সভাপতি আবু সাইদ, আওয়ামী লীগ নেতা এরশাদ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, পোড়াগাঁও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মশিউর রহমান, উদয়ন যুব সংঘের সভাপতি শিক্ষক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম, ফিরোজ লিটন স্পোর্টস ফাউন্ডেশনের পরিচালক রুহুল আমীন লিটন, আহাম্মদ আলী, কামাল পারভেজ, নন্নী ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম ও জাকির হোসেন প্রমুখ। খেলাটি পরিচালনা করেন রফিক মিয়া। এ খেলাটি শতশত ক্রীড়ামোদি দর্শক উপভোগ করেন।
