ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী মাহেন্দ্রর সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেলতলী এলাকায় এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ময়মনসিংহ সদরের বেলতলী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ময়মনসিংহগামী একটি মাহেন্দ্র সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ মাহেন্দ্রর দুই যাত্রীর মৃত্যু হয়। আহত হয় তিনজন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয়রা। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।
