জাহাঙ্গীর হোসেন, স্টাফ রিপোর্টার, নকলা ॥ ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে শেরপুরের নকলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ১১ নভেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ওই বিতরণী কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিয়োদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ফজলুল হক’র সঞ্চালনায় ওই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মন্নাফ খান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা রোকসানা নাসরিন। বিতরণী অনুষ্ঠানে উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের সুবিধাভোগী ৪২০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনার অংশ হিসেবে মাথাপিছু ২৭০ টাকা সমমূল্যের ১কেজি সরিষা বীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। এসময় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সুবিধাভোগী কৃষক ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস জানান, কৃষি পূনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে উপজেলায় আরো ২ হজার ৫ শ’ সুবিধাভোগী কৃষকের মাঝে মাথাপিছু একই হারে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।