স্টাফ রিপোর্টার, শ্রীবরদী ॥ শেরপুরের ঝিনাইগাতীর চাঞ্চল্যকর কিশোর বিল্লাল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামিকে গ্রেফতার করেছে শ্রীবরদী থানা পুলিশ। ১০ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলার পোড়াগড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার কোনাগাঁও গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে দুদু মিয়া ও একই গ্রামের আবু জাফর সুরুজের ছেলে আল আমিন। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পরে তাদের সাজা পরোয়ানামূলে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ সুলতানা। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক খন্দকার শহীদুল হক।
জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৬ সালের ৮ মে ঝিনাইগাতী উপজেলার কোনাগাঁও গ্রামের নূর ইসলামের ছেলে বিল্লাল হোসেনকে (১৫) নৃশংসভাবে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখে প্রতিপক্ষরা। ওই ঘটনায় নিহত বিল্লালের বাবা নূর ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৬ সালে জেলা ও দায়রা জজ আদালত দুদু ও আল আমিনসহ কয়েকজনকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন। মৃত্যুদণ্ডের পর থেকেই আসামি আল আমিন, দুদু মিয়া ও আবু জাফর দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিল। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের নেতৃত্বে এসআই শফিকুর রহমান, এ.এস.আই নজরুল ইসলামসহ সঙ্গীয় পুলিশের একটি অভিযানিক দল ছদ্মবেশে শ্রীবরদী উপজেলার পোড়াগড় এলাকায় অভিযান চালিয়ে ওই ২ আসামিকে গ্রেফতার করেন। এর আগে শুক্রবার একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর পলাতক আসামি আবু জাফর সুরুজকে গাজীপুর থেকে গ্রেফতার করে ঝিনাইগাতী থানা পুলিশ।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, মৃত্যুদণ্ডের পর থেকে তারা দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিল। শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের নির্দেশনায় অবশেষে তাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।