স্টাফ রিপোর্টার, নকলা : শেরপুরের নকলা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ রাখার দায়ে নিয়ামত আলী নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৯ নভেম্বর সোমবার বিকেলে নকলা পশ্চিম বাজারে পরিবেশ অধিদপ্তর ও নকলা থানার পুলিশের সহায়তায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ ও বিক্রির দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে ওই দোকান থেকে বেশ কিছু পলিথিন জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নকলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ। ওইসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
![Shamol Bangla Ads](https://shamolbangla24.com/wp-content/uploads/2024/01/Ad-1-scaled.jpg)
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ বলেন, মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুব স্যারের নির্দেশনায় ওই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতে সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রি করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬ (ক) (খ) ধারা লংঘন করার অপরাধে নকলা পৌর শহরের পশ্চিম বাজারের নিয়ামত আলী নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করে, তাৎক্ষণিক তা আদায় করা হয়েছে। তাছাড়া অন্যান্য দোকানীকে যে কোন নিষিদ্ধ পন্য বিক্রয়, মজুদ ও বানিজ্যিক উদ্দেশ্যে সরবরাহ, ক্রয়-বিক্রয়ের বিষয়ে সাবধান হতে পরামর্শ প্রদান করা হয়। পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ।
![](https://shamolbangla24.com/wp-content/uploads/2023/11/final01.gif)