স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতীতে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রীড ধান ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। ৮ নভেম্বর রবিবার দুপুরে স্থানীয় কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে সুপ্রীম সীড কোম্পানির সহযোগীতায় ওই বীজ বিতরনের আয়োজন করা হয়। বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি কৃষিবিদ নজরুল ইসলাম।
উপজেলা কৃষক লীগের সভাপতি শাহাজ উদ্দিন সাজুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাগিরুজ্জামান শাকিক, শেরপুর জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিজু। উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক লতিফুর রহমান মনার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন হাজারী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমসহ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ ,কৃষক লীগ,ছাত্র লীগের নেতৃবৃন্দ। পরে ৮০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বীজ বিতরণ করা হয়।