স্টাফ রিপোর্টার, শ্রীবরদী ॥ শেরপুরের শ্রীবরদীতে লুৎফর রহমান শাহনাজ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৭ নভেম্বর শনিবার সকালে উপজেলার তাতিহাটি ইউনিয়নের চককাউরিয়া কৈয়াবিল এলাকায় কাঁচা রাস্তার পাশ থেকে থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত শাহনাজ স্থানীয় চককাউরিয়া গ্রামের আমিনুল ইসলাম তারার ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে শাহনাজ বাড়ি থেকে বেরিয়ে আর ফেরত আসেনি। বাড়িতে না আসায় শাহনাজের স্ত্রী হেলেনা বেগম তার মোবাইলে বার বার ফোন দিলেও ফোন রিসিভ হয়নি। শনিবার সকাল ৬টার দিকে চককাউরিয়া কৈয়াবিল এলাকায় একটি মাছের খামারের পাশে কাঁচা রাস্তার উপর তার উলঙ্গ লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।