স্টাফ রিপোর্টার ॥ ‘মানসম্মত ও বৈধ বয়লার ব্যবহার করুন, জান-মালের নিরাপত্তা ও জ্বালানী সাশ্রয় নিশ্চিত করুন’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে বয়লার ব্যবহার বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর শনিবার বিকেলে শহরের সজবরখিলাস্থ ফৌজিয়া মতিন পাবলিক স্কুল মিলনায়তনে মেসার্স টু স্টার বয়লার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের বয়লার পরিদর্শক প্রকৌশলী প্রণব কুমার সরকার। ওইসময় তিনি সকল নিয়মনীতি মেনে বয়লার পরিচালনা করার জন্য মিল মালিকদের আহবান জানিয়ে বলেন, সকল নিয়ম নীতি মেনে চললে যে কোন ঝুকি থেকে আপনারা রেহাই পেতে পারেন। তা-না হলে আপনার এবং আপনাদের সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যাবে।
টু স্টার বয়লার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের প্রতিষ্ঠাতা এস.এম হাফিজুর রহমান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক আতিকুর রহমান ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান।
প্রথম শ্রেণির বয়লার পরিচালক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার বিভিন্ন মিল-কারখানার মালিক ও বয়লার পরিচালক-শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।