স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে শেরপুরে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোঃ আব্দুল মান্নান মতবিনিময় সভা করেছেন। ৬ নভেম্বর শুক্রবার রাতে শহরের শেখহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শেখহাটি, বাগবাড়ী ও কামারিয়া মহল্লাবাসীদের সাথে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ-সভাপতি এডভোকেট মোখলেছুর রহমান জীবন।
৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ মজনু মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আনার, ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি নছিমউদ্দিন নছি, ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী ও ৮নং ওয়ার্ড বিএনপি নেতা মোশারফ হোসেন মুসা। মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় মতবিনিময় সভায় শেরপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড বিএনপিসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মতবিনিয়ম সভায় বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আব্দুল মান্নান বলেন, ছাত্র জীবন থেকে সরকারি কলেজ ছাত্র সংসদের এজিএস নির্বাচত হয়ে বিএনপি রাজনীতিতে সক্রিয় হই। পরবর্তীতে শেরপুর পৌরসভায় ৩ বছর সফলতার সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে কাজ করে যাচ্ছি। জেলা বিএনপি থেকে মেয়র পদে দলীয় মনোনয়ন এবং পৌরসভার মেয়র নির্বাচিত হলে শেরপুর পৌরবাসীকে সাথে নিয়ে তাদের সুখে-দুঃখে উন্নয়নমূলক কাজ করে যাবো। তাই এবারও আমি আসন্ন শেরপুর পৌরসভার মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী।
ওইসময় বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত শেখহাটি, বাগবাড়ী ও কামারিয়া মহল্লাবাসী উন্নয়নসহ নানা সুবিধা বঞ্চিত হয়ে আসছে। বিগত দিনে তিনি পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকা অবস্থায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে। তাই এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্যে এডভোকেট আব্দুল মান্নান’র জন্যে কাজ করবো।