শ্যামলবাংলা ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখনও কয়েকটি রাজ্যে ভোটগণনা চলছে। এখন পর্যন্ত জো বাইডেন ২৬৪টি ইলেক্টোরাল ভোট পেয়ে ট্রাম্প থেকে ৫০টি ভোটে এগিয়ে আছেন। জয় নিশ্চিত করতে দরকার হবে অন্তত ২৭০টি ইলেক্টোরাল ভোট। এরইমধ্যে মার্কিন তথ্য ও ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘ডিসিশন ডেস্ক’ বাইডেনকে ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, জো বাইডেনকে প্রথম প্রেসিডেন্ট হিসেবে ‘ডিসিশন ডেস্ক’ ঘোষণা করেছে। তারা ওই প্রবীণ রাজনীতিবিদকে যুক্তরাষ্ট্রের ৪৬তম অর্থাৎ পরবর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেছে।
ডিসিশন ডেস্ক মনে করে, জো বাইডেন গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য পেনসিলভেনিয়াতে জিতেছেন। যেখানে ২০টি ইলেক্টোরাল ভোট রয়েছে। অথচ বাইডেন ২৭০ এর মাত্র ৬ ভোট দূরে ২৬৪ ভোট নিয়ে অবস্থান করছেন। ওদিকে ২১৪ তে থাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেনসিলভেনিয়া ছাড়া জয় পাচ্ছেন না। সবমিলে, বাইডেনেরই জয়! অবশ্য ডিসিশন ডেস্ক বাইডেন সবমিলে ২৭৩ ইলেক্টোরাল ভোট পাবেন বলে উল্লেখ করেছে।
টুইটে ডিসিশন ডেস্ক আরও জানায়, জো বাইডেন যুক্তরাষ্ট্রে ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেছেন, এটা পরিলক্ষিত হয়েছে স্থানীয় সময় শুক্রবার (০৬ নভেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে।