খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতীতে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবু জাফর ওরফে সুরুজ (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ। ৫ নভেম্বর বৃহস্পতিবার রাতে গাজীপুরের একটি এলাকা থেকে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সুরুজ উপজেলা সদর ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। অভিযানকালে ভারপ্রাপ্ত কর্মকর্তা ফায়েজুর রহমান হাতে আঘাত পেয়েছেন। শুক্রবার গ্রেফতারকৃত সুরুজকে আদালতে সোপর্দ করা হয়েছে
পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে আবু জাফর সুরুজসহ অন্য আসামিরা ২০০৬ সালের ৮ মে ঝিনাইগাতী উপজেলার কোনাগাঁও গ্রামের নূর ইসলামের ছেলে বিল্লাল হোসেনকে (১৫) নৃশংসভাবে হত্যা করে। ওই ঘটনায় নিহত বিল্লালের বাবা নূর ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ২০১৬ সালে জেলা ও দায়রা জজ আদালত মামলার রায়ে আবু জাফরকে মৃত্যুণ্ডাদেশ প্রদান করেন। কিন্তু জাফর ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। এরপর আদালত থেকে জাফরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে গাজীপুরের একটি এলাকা থেকে সুরুজকে গ্রেফতার করে। ওই সময় পুলিশের হাত থেকে ছুটে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হলে আসামি সুরুজ ওসি ফায়েজুর রহমানকে ছুরিকাঘাত করে। এতে ডান হাতে আঘাতপ্রাপ্ত হন ওসি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, আঘাতপ্রাপ্ত হওয়ার বিষয়টি বড় নয়। আসামীকে গ্রেফতার করতে পারাই সবচেয়ে বড় বিষয়।