শ্যামলবাংলা ডেস্ক : নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে ডেমোক্রেট শিবিরের বিরুদ্ধে চুরির চেষ্টার অভিযোগ তুলেছেন রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক টুইটে ট্রাম্প এই অভিযোগ করেন। টুইটে ট্রাম্প লিখেছেন, ‘আমরা জয়ের ব্যাপারে আশাবাদী, কিন্তু তারা নির্বাচন চুরির চেষ্টা করছে। আমরা কখনোই তাদের সেটা করতে দেব না। নির্বাচন শেষ হওয়ার পরে ভোট গ্রহণ করা যায় না।’
এদিকে নির্বাচনী রাতে ডেলাওয়ারের উইলমিংটনে এক বক্তৃতায় ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, তিনি বিশ্বাস করেন তারা জয়ের পথে রয়েছেন। তিনি বলেন, ‘আমরা জয়ের পথে রয়েছি বলে আমরা বিশ্বাস করি। সব ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত এখন আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী।’
![Shamol Bangla Ads](https://shamolbangla24.com/wp-content/uploads/2024/01/xAd-1-scaled.jpg.pagespeed.ic.46DlIsGTyp.jpg)
এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৫১টি অঙ্গরাজ্য ও ডিসির মধ্যে ৩৬টির ফল পাওয়া গেছে। এতে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন ২০৫ ইলেক্টোরাল ভোট পেয়েছেন, আর ট্রাম্প পেয়েছেন ১৭১টি। বিজয়ী হওয়ার জন্য প্রয়োজন ২৭০টি ইলেক্টোরাল ভোট।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টায় আর বাংলাদেশ সময় বিকেল ৫টায় যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টায়)।
ডোনাল্ড ট্রাম্প এবার পরাজিত হলে তা হবে ১৯৯২ সালে জর্জ ডব্লিউ বুশের পর প্রথম কোনো প্রেসিডেন্টের পুনঃনির্বাচনে হার। জাতীয় জরিপ বলছে, জো বাইডেন সুস্পষ্টভাবে এগিয়ে। যদিও প্রেসিডেন্ট হতে হলে মূল ব্যাটলগ্রাউন্ডগুলো জিতে আসতে হবে তাকে।
![](https://shamolbangla24.com/wp-content/uploads/2023/11/final01.gif.pagespeed.ce.zncBWSXmwh.gif)