স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার একাডেমিক ভবনের ৪ তলার কাজের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। ৩ নভেম্বর মঙ্গলবার সকালে শহরের তেরাবাজারস্থ ওই মাদ্রাসার চতুর্থ তলার নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকন, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, শিল্পপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন, পরিচালনা কমিটির সদস্য মাহবুবুল আলম বাবুল, পরিচালনা কমিটির সাবেক সদস্য অধ্যাপক আবুল হোসেন, মাদ্রাসার ভারপ্রাপ্ত মোহতামিম সিদ্দিক আহমেদসহ মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ। উদ্বোধন শেষে দোয়া অনুষ্ঠিত হয়।