স্টাফ রিপোর্টার ॥ ফ্রান্সে প্রকাশ্যে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র কার্টুন প্রদর্শন ও ইসলাম ধর্মকে অবমাননা করার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর মঙ্গলবার দুপুরে শহরের শেখহাটি বাজারে স্থানীয় কয়েক হাজার এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় সকল মসজিদের মুসুল্লিদের অংশ গ্রহণে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন শহর বিএনপির আহ্বায়ক সাবেক ভারপ্রাপ্ত পৌরপতি এডভোকেট আব্দুল মান্নান, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ ফজলুর রহমান, পৌর কাউন্সিলর মোঃ রুহুল আমিন, শহর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক রহমত উল্লাহ, যুবলীগ নেতা শামসুজ্জোহা টারজান, মাওলানা নুরল ইসলাম, হাফেজ শামসুজ্জামান সুজন, হাফেজ মাওলানা মোসলেম উদ্দিন প্রমুখ। মানববন্ধনে ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং ফ্রান্সের সকল পণ্য বর্জনের জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।