সোমবার , ২ নভেম্বর ২০২০ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাকিস্তান সুপার লিগ খেলতে যাবেন তামিম-মাহমুদউল্লাহ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২, ২০২০ ৮:২১ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়েছে পাকিস্তান। এবার পিএসএলের স্থগিত হয়ে যাওয়া আসর শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবারের পিএসএলের শুরু থেকে কোনো বাংলাদেশি ক্রিকেটার ছিলেন না। তবে বিলম্বে মাঠে গড়াতে যাওয়া টুর্নামেন্টের প্লে-অফ রাউন্ডে দল পেয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ও টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ক্রিস লিনের বদলে বাংলাদেশের সেরা ওপেনার তামিমকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। দল পাওয়ার পর অনুভূতি জানাতে তামিম বলেন, ‘পিএসএলে আবারো খেলার জন্য আমার তর সইছে না। লাহোর কালান্দার্স টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলেছে এবং আমি আমাদের দলটিকে শিরোপা জয় করতে অবদান রাখতে চাই।’

Shamol Bangla Ads

অপরদিকে মুলতান সুলতানসে ইংলিশ অল-রাউন্ডার মঈন আলির স্থলাভিষিক্ত হয়েছেন বাংলাদেশি অল-রাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি দল পাওয়া প্রসঙ্গে বলেছেন, ‘পিএসএলে সুযোগ পাওয়া একটা সম্মানের ব্যাপার। এই বছর ক্রিকেট খেলা একেবারে অন্যরকমভাবে এগোচ্ছে। আমি আশা করছি আমাদের দলের সমর্থকদের মুখে হাসি ফোটানোর মতো খেলা উপহার দিতে পারব।’
উল্লেখ্য, ১৪, ১৫ ও ১৭ নভেম্বর পিএসএলের প্লে-অফের ম্যাচগুলো করাচিতে অনুষ্ঠিত হবে। ১৪ তারিখে হবে কোয়ালিফায়ার ও প্রথম এলিমিনেটর ম্যাচ। ১৫ তারিখে অনুষ্ঠিত হবে দ্বিতীয় এলিমিনেটর ম্যাচ। আর ১৭ নভেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে করোনাকালের পাকিস্তান সুপার লিগের আসর।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!