শ্যামলবাংলা ডেস্ক : দীর্ঘ দিন করোনা ভাইরাসের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে জুভেন্টাসের পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে। দুদিন আগেই করোনামুক্ত হয়েছেন তিনি, স্পেজিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন রবিবার রাতে। ফিরেই দলকে জিতিয়েছেন জোড়া গোল করে। জুভেন্টাস স্পেজিয়াকে হারিয়েছে ৪-১ গোলে। জুভের হয়ে অন্য দুটি গোল আলভারো মোরাতা ও রেবিওটের।
স্পেজিয়ার মাঠে এদিন আলভারো মোরাতার গোলে শুরুর দিকেই লিড নেয় জুভেন্টাস। প্রথমার্ধে ম্যাচে ১-১ গোলে সমতাও আসে। ৫৬তম মিনিটে পাওলো দিবালার বদলি হয়ে খেলতে নামেন রোনালদো। মাঠের নামার তিন মিনিটের মাথায়ই স্পেজিয়ার গোলরক্ষককে কাটিয়ে লক্ষ্যভেদ করে তিনি। তার দ্বিতীয় গোলটি আসে পেনাল্টি থেকে। এবারের মৌসুমে এটি রোনালদোর পঞ্চম গোল। অবশ্য এর আগে জুভেন্টাসের হয়ে একটি গোল পান মিডফিল্ডার রেবিওট।

এ জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে রোনালদোর দল। ৬ ম্যাচে ৩ জয় ও ৩ ড্রয়ে তুরিনের ক্লাবটির পয়েন্ট ১২। শীর্ষে আছে ইব্রাহিমোভিচের এসি মিলান। জুভেন্টাসের সমানসংখ্যক ম্যাচে তাদের পয়েন্ট ১৬। দ্বিতীয় স্থানে রয়েছে নাপোলি। ৬ ম্যাচে তাদের পয়েন্টও ১২। তবে এ দল গোল ব্যবধানে জুভেন্টাসের চেয়ে এগিয়ে রয়েছে।
