স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১ নভেম্বর সকালে শহরের শহীদ বুলবুল সড়কের পাশে ওই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দোয়া অনুষ্ঠিত হয়। ওইসময় সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সভাপতি এডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, সহকারী কমিশনার (ভূমি) তনিমা আফ্রাদ, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি, সাদিয়া রহমান অপিসহ মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে ২ কোটি ৯৭ লক্ষ ৬৮ হাজার ৫৭০ টাকা ব্যয়ে নির্মিত ৩ তলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজ ২০২১ সালের মার্চ মাসে শেষ হবে। ভবনের দু’টি তলায় ব্যবসা প্রতিষ্ঠান থাকবে।