স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর রবিবার দুপুরে শহরের গৃর্দানারায়নপুরস্থ বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আসাদুজ্জামান নেছার।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শহীদুল আমীন খসরু, সহ-সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান বানী, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল আমীন শামিম, জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ। সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ মামুনের সঞ্চালনায় সভায় জেলার সকল উপজেলা ও পৌরসভা কমিটির নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।