জাহাঙ্গীর হোসেন, স্টাফ রিপোর্টার, নকলা : ‘মুজিব বর্ষের আহবান যুব কর্মসংস্থান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর নকলার আয়োজনে ১ নভেম্বর রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন। সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুল আহসান বাবুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, যুবলীগ নকলা উপজেলা শাখার আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষিত আত্মনির্ভরশীল যুবক আনোয়ার হোসেন, নকলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন আহমেদ প্রমুখ। আলোচনা সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক প্রশিক্ষিত যুবক ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভা শেষে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।