স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১ নভেম্বর রবিবার উপজেলা জাসদের উদ্যোদে স্থানীয় মিল মালিক সমিতির হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু।
ঝিনাইগাতী উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম ছামেদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা জাসদের সভাপতি লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া, শ্রীবরদী উপজেলা জাসদের সভাপতি শাহ কহিনুর, শেরপুর জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম মান্না প্রমুখ। ওই সভায় জেলা ও উপজেলা জাসদের নারী -পুরুষসহ দলীয় নেতা-কর্মীরা অংশ গ্রহন করে।