স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতীতে আদিবাসী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর শনিবার উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া গির্জা মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয়। বাকাকুড়া আদিবাসী যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট খেলায় ঝিনাইগাতী,নালিতাবাড়ি,শ্রীবরদী ও হালুয়াঘাট উপজেলার ১৬টি দল অংশ নেয়। হালুয়াঘাটের বিআরবি টিমকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জয় করে নেয় শ্রীবরদী উপজেলার হারিয়াকোনা আদিবাসী ফুটবল একাদশ।
২০ মিনিট সময়ের,নক আউট পদ্ধতির ফাইনাল রাউন্ডে হালুয়াঘাটের আদিবাসী ফুটবল এবং শ্রীবরদী উপজেলার হারিয়াকোনা আদিবাসী ফুটবল একাদশের খেলা অনুষ্ঠিত হয়। এতে ১০ মিনিটের মধ্য হারিয়াকোনা আদিবাসী ফুটবল একাদশের ১৭ নম্বর জার্সি ধারী অলিভ এর পক্ষ থেকে ফ্রি কিকের মাধ্যমে একটি গোল করে। ম্যাচের নির্ধারীত ২০ মিনিট সময় অতিক্রম হলে হালুয়াঘাট আদিবাসী ফুটবল একাদশ অবশেষে পরাজিত হয়।
ওই খেলার উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।সম্মানিত অতিথি হিসেবে ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ ইউসুফ হারুন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হারুন উর রশিদ (মাষ্টার),ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন,কাংশা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য বকুল চন্দ্র কোচ, ,আওয়ামী লীগ নেত্রী মোছাম্মৎ জোসনা বেগম,খেলার আয়োজক কমিটির ইয়ারশন সাংমা প্রমুখ। খেলা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।