শ্যামলবাংলা ডেস্ক : এফসি কোলনের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগায় এ নিয়ে টানা চতুর্থ জয়ে শীর্ষেই রয়েছে দলটি।
বেশ কিছু তারকা খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামে বায়ার্ন মিউনিখ। তবে তাতেও জয় পেতে সমস্যা হয়নি দলটির। ম্যাচের ১৩ মিনিটে বিতর্কিত একটি পেনাল্টি থেকে এগিয়ে যায় বায়ার্ন। গোল করেন থমাস মুলার। প্রথমার্ধের যোগ করা সময়ে পাল্টা আক্রমণ থেকে ব্যবধান বাড়ায় বায়ার্ন। অসাধারণ এক গোল করেন সার্জ ন্যাব্রি।
এদিকে, ৮২ মিনিটে ব্যবধান কমায় কোলন। জান থিয়েলমানের দূরপাল্লার শট ডমিনিক ড্রেক্সলারের পায়ে লেগে জালে জড়ায়। ৬ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বায়ার্ন।