স্টাফ রিপোর্টার ॥ ইসলাম ধর্মের অবমাননা, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কুরুচিপূর্ণ বক্তব্য, ম্যাগাজিনে ব্যঙ্গচিত্র প্রকাশ ও মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর রবিবার দুপুরে ইত্তেফাকুল ওলামা শেরপুর জেলা শাখার আয়োজনে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওইসময় ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধরা। পরে সেখান থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট পায়রা চত্ত্বরে গিয়ে জড়ো হয়। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল আজিজ, মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা ফ্রান্সের সকল পণ্য বয়কটের আহবান করেন এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় ফ্রান্স সরকারের প্রতি তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। পাশাপাশি মুসলমানদের উপর হামলা ও নিপীড়নেরও তীব্র নিন্দা জানান। সমাবেশে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লী অংশ নেন।