স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা জাসদের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৩১ অক্টোবর শনিবার বিকেলে শহরের পৌর টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সাদিক হোসেন।
জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু। জেলা জাসদের সাধারণ সম্পাদক আবুল হোসেন আবুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা জাসদ নেতা লাল মোহাম্মদ কিবরিয়া, জেলা জাসদ ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম মান্না, সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। ওইসময় কেন্দ্রীয় নেতারা বর্তমান সরকারের ভেতর শুদ্ধি অভিযান পরিচালনার দাবি করে বলেন, দেশে খুন-ধর্ষণ, ঘুষ-দুর্নীতি, লুটপাট ও দলীয়করণ ব্যাপকভাবে বেড়ে গেছে। ওইসব দূর করতে হবে, তা না হলে বঙ্গবন্ধুর স্বাধীনতার স্বপ্ন ধূলিস্যাৎ হয়ে যাবে।