স্টাফ রিপোর্টার ॥ ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স, (এনসিটিএফ), শেরপুর জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। করোনা পরিস্থিতির কারণে ৩০ অক্টোবর শুক্রবার স্কাইপ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালী অনুষ্ঠিত ওই নির্বাচনে আফিফ আল আবরার সভাপতি ও মিজানুর রহমান সম্রাট সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
জেলার স্বনামধন্য ৫টি বিদ্যালয় থেকে ১১ জনকে নির্বাচিত করা হয়। বিদ্যালয়গুলো হচ্ছে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নবারুণ পাবলিক স্কুল, আইডিয়াল প্রিপারেটরি হাই স্কুল ও পুলিশ লাইন স্কুল।
নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হচ্ছে সহ-সভাপতি তাসনিম রহমান রাদিয়া, সহ-সাধারণ সম্পাদক তাসনোভা আলম, সাংগঠনিক সম্পাদক ফৌজিয়া আবিদা, সিপিএম শীর্ষ সরকার ও মুহসানাত তাহিরাহ, সিজে এসএম রাইসুল ইসলাম পিয়াস ও নৌশিন তাবাসসুম সুস্মী, সিআর মুসফিকুর রহমান রিদম ও জান্নাত রিয়া।
অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মৃদুল ইসলাম। তিনি বলেন, এনসিটিএফ জাতীয় পর্যায়ের একমাত্র সংগঠন যেটি শিশুদের নিয়ে কাজ করে এবং শিশুদের দ্বারাই পরিচালিত। এনসিটিএফ পূর্বেও শিশুদের জন্য অনেক সুন্দর সুন্দর কাজ করেছে এবং শিশুদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভকামনা জানান।
শেষে এনসিটিএফ শেরপুর জেলা ভলান্টিয়ার রজত সাহা অন্তু সকল নবনির্বাচিত সদস্য শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।