ময়মনসিংহ প্রতিনিধি : ঢাকা-ময়মনসিংহ রেলপথ সংলগ্ন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার কেবি হাই স্কুলের পাশে ঢাকা থেকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে মা ও ছেলে নিহত হয়েছে। ৩১ অক্টোবর শনিবার দুপুর দেড়টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার এসআই হাফিজুর রহমান জানান, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দাপুনিয়া কলাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী ইয়াসমিন আক্তার ও তার ছেলে সানি ও মেয়ে স্কুল ছাত্রী সুপ্তিকে নিয়ে বেড়াতে এসে রেললাইন দিয়ে হেঁটে বাড়ি ফেরার সময় মহুয়া কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে।
তিনি আরও বলেন, এসময় মা ও ছেলে ঘটনাস্থলেই মারা যায় এবং মেয়ে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করে। তারা দু’দিন আগে গ্রামের বাড়ি থেকে নগরীর কেওয়াটখালি এলাকায় মামার বাড়ি বেড়াতে এসেছিলেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।