স্টাফ রিপোর্টার : হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র কার্টুন প্রকাশ ও ইসলাম ধর্ম নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের অবমাননামূলক মন্তব্যের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর শনিবার শহরের তেরাবাজার জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসার আয়োজনে শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে মাদ্রাসার আহবায়ক আলহাজ্ব ফখরুল মজিদ খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন তেরাবাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা সিদ্দিক আহমেদ, নায়েবে মুহতামিম আলহাজ্ব শাহীনুর রহমান, মুহাদ্দিস মাওলানা আব্দুস সালাম, মুহাদ্দিস মাওলানা মিজানুর রহমান, মাওলানা হযরত আলী প্রমুখ।
সমাবেশে বক্তারা ইসলাম ধর্ম অবমাননার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ মোস্তফা (সাঃ) কে নিয়ে এই ধরনের অবমাননা আমরা মুসলমান হিসেবে মেনে নিবো না। আমাদের শরীরের শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত আমরা লড়াই করতে প্রস্তুত এবং এই মুহূর্ত থেকে আমরা ফ্রান্সের সকল ধরনের পন্য এবং ফ্রান্সকে বয়কট করার হুশিয়ারী দিয়ে সমাবেশ শেষ করেন।