শনিবার , ৩১ অক্টোবর ২০২০ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দৃশ্যমান হলো পদ্মাসেতুর সোয়া ৫ কিলোমিটার : আর মাত্র ৬ স্প্যান বাকি

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৩১, ২০২০ ৭:৫০ অপরাহ্ণ

মুন্সীগঞ্জ : মাত্র ৬ দিনের ব্যবধানে পদ্মা সেতুতে বসানো হল ৩৫তম স্প্যান। বাকি রইল আর মাত্র ৬টি স্প্যান বসানোর কাজ। শনিবার দুপুর পৌনে ৩টার দিকে মাওয়া প্রান্তের ৮ ও ৯ নম্বর পিলারের উপর স্প্যানটি বসানো হয়। আর এর ফলে মূল সেতুর দৃশ্যমান হয়েছে ৫ হাজার ২৫০ মিটার বা সোয়া ৫ কিলোমিটার।
সেতু সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লৌহজংয়ের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে শনিবার সকাল সোয়া ৯টায় ৩৫তম স্প্যানটি ক্রেন তিয়ানহু বহন করে সকাল ১০টায় পিলার দুটির কাছে পৌঁছায়। এরপর বিকাল পৌনে ৩টার দিকে স্প্যানটি পুরোপুরি বসাতে সক্ষম হন দেশী বিদেশী শ্রমিকরা।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, এ মাসে ৪টি স্প্যান বসানো হয়েছে। আর নভেম্বরে আরও ৪টি স্প্যান বসানো হবে। তবে আগামী ১৬ ডিসেম্বেরের মধ্যে বাকি সব কটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে সেতু কর্তৃপক্ষের।

Shamol Bangla Ads

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতুর অবকাঠামো। এরপর একে একে বসানো হয়েছে ৩৫টি স্প্যান।
৪২টি পিলারে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান বসানো হবে। মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) এবং নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো কর্পোরেশন। দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ করেছে বাংলাদেশের আব্দুল মোমেন লিমিটেড।
দুতলা আকৃতির ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী পদ্মা সেতুর অবকাঠামো কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!