স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতীতে নক আউট পর্বের নাইট ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর শুক্রবার রাতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই ফাইনাল খেলার অনুষ্ঠিত হয়। ঝিনাইগাতী রায়ান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ওই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ রায়, সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, ক্ষুদ্র বনিক সমবায় সমিতির সাধারন সম্পাদক আঃ হালিম,শিকর ঝিনাইগাতী’র সভাপতি আব্দুল আওয়াল, ফ্রেন্ডস ওয়ার্ল্ড ক্লাবের সভাপতি রেজাউল করিম প্রমুখ।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনের সভাপতিত্ব ও আশরাফের সঞ্চালনায় খেলায় অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের সহ বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনের সভাপতি, সম্পাদক উপস্থিত ছিলেন।
খেলায় নির্ধারিত সময়ের মধ্যে ফাইনাল খেলাটি ০-০ গোলে শেষ হয়। পরে ট্রাইবেকারে ট্রলি ব্যবসায়ী ক্লাব ৫-৪ গোলে ঝিনাইগাতী একাদশকে পরাজিত করে বিজয়ী হয় । পরে বিজয়ীদলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। শতশত দর্শক খেলাটি উপভোগ করেন।