শ্যামলবাংলা ডেস্ক : আজ ২৯ অক্টোবর থেকে মুক্ত টাইগারদের ‘সুপারম্যান’ সাকিব আল হাসান। সাজঘরে দুই হাত বাড়িয়ে এই বিশ্বসেরা অলরাউন্ডারকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশ দল।
সাকিব এই মুক্তির দিনে তাকে কাছে পাচ্ছে না তার টাইগার সতীর্থরা। কারণ এখন তিনি যুক্তরাষ্ট্রে পরিবারকে সময় দিচ্ছেন। নভেম্বরের শুরুতে তিনি ফিরবেন বলে জানা গেছে। ১৫ নভেম্বর টি২০ টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফিরবেন বলে বিসিবি সূত্র জানিয়েছে।

এদিকে সাকিবের প্রত্যাবর্তনের অপেক্ষায় মুশফিক-মোস্তাফিজরা এখন ব্যাকুল। সাকিববে সামনে না পেয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়েছেন তার প্রিয় সতীর্থ উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহীম। বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে মুশফিক লিখেছেন, ‘আমরা এক সঙ্গে ক্যারিয়ার শুরু করেছিলাম কৈশোরে। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গত বছর যখন জানলাম আমরা এক বছর ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারব না, এটা আমাদের জন্য অনেক বড় ধাক্কা ছিল। আমাদের কত স্মরণীয় স্মৃতি জমা আছে, আমরা ভালো সময়গুলো এক সঙ্গে ভাগাভাগি করে নিই। আবার কঠিন সময়ে এক অপরের পাশে দাঁড়াই।’
মুশফিক আরও লিখেছেন, ‘খুব ভালো লাগছে একটা বছর শেষ হয়েছে। আবার আমরা এক সঙ্গে মাঠে নামব। তুমি সব সময়ই চ্যাম্পিয়ন হয়ে ফিরেছ। তোমার সঙ্গে আরও ম্যাচজয়ী জুটি গড়া আর জাতিকে আরও আনন্দের উপলক্ষ এনে দিতে তর সইছে না!’
