স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ও্ই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। অনুষ্ঠানে সদর উপজেলার ২৫৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা মেডেল তুলে দেওয়া হয়। প্রাথমিক সমাপনীতে জেলায় প্রথম স্থান অধিকার করায় গোল্ড মেডেল লাভ করেন হুইপ কন্যা সাদিয়া রহমান অপি।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম ও হুইপ পত্নী শান্তনা বেগম। ওইসময় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরে আলম মৃধা, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, হুইপকন্যা ডাঃ শারমিন রহমান অমিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষিকা করুণা দাস কারুয়া।