স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মহারশি রাবার ড্যাম প্রকল্পের অধীন পাবসস লিমিটেডের সদস্যবৃন্দদের মধ্যে এক কৃষি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইগাতী উপজেলা মহারশি রাবার ড্যাম পাবসস কার্যালয়ে ৩ দিনব্যাপী ওই প্রশিক্ষণ ২৯ অক্টোবর বৃহস্পতিবার শেষ হয়।
জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় উপ-প্রকল্প এলাকা উপযোগী টেকসই কৃষি উন্নয়ন প্রশিক্ষণ এর আয়োজন করা হয়। প্রশিক্ষণ চলাকালীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী এস.এস.ডব্লিও.আর.ডি-২ মোঃ হাসানুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ মোজাম্মেল হক, এলজিইডির সোসিওলজিষ্ট জিনিয়া ইয়াসমিন, উপ-সহকারী প্রকৌশলী কাজি মাইনদ্দিন, জেনারেল ফ্যাসিলেটেটর শফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ হোসেন, জেলা কৃষিবিদ ডাঃ মোঃ সামসুর রহমান, বিআরডিবি কর্মকর্তা ফেরদৌস আহম্মেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফয়জুর রাজ্জাক আকন্দ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন, কৃষি ব্যাংক ম্যানেজার আঃ লতিফ, জেলা কৃষি মার্কেটিং অফিসার কামাল আহাম্মেদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, রাবার ড্যাম প্রকল্পের সাধারণ সম্পাদক চিন্তাহরন হাজং।