স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী ॥ শেরপুরের ঝিনাইগাতীতে এক গৃহবধূকে (৩৩) যৌন নিপীড়নের অভিযোগে হাছান আমিন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ২৮ অক্টোবর বুধবার মধ্যরাতে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে গৃহবধূর বসতঘরে যৌন নিপীড়নের ওই ঘটনা ঘটে। হাছান স্থানীয় মোজাম্মেল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামী রাজধানী ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করেন। ওই গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুবাদে প্রতিবেশী বখাটে হাছান আমিন বুধবার রাত সাড়ে ১১টার দিকে গৃহবধূর বসতঘরে প্রবেশ করে ঘুমন্ত গৃহবধূর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিলে গৃহবধূর ঘুম ভেঙে যায়। ওইসময় গৃহবধূর ডাক-চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে হাছান আমিনকে আটক করে। পরে হাছানকে ঝিনাইগাতীর থানায় সোপর্দ করা হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফায়েজুর রহমান বলেন, ওই ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বৃহস্পতিবার গ্রেফতারকৃত হাছান আমিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।