নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন কাল্ব ময়মনসিংহ ‘ছ’ অঞ্চলের ১১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর বুধবার সকালে স্থানীয় তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যাল চত্বরে সকালে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) এর সার্বিক সহযোগিতায় ওই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদিন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন কাল্ব ময়মনসিংহ ‘ছ’ অঞ্চলের ডিরেক্টর অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার প্রণব ভট্রাচার্য,মোঃ সোলায়মান হোসেন,জেলা ব্যবস্থাপক শেরপুর-জামালপুর কাল্ব লিঃ।
নালিতাবাড়ী উপজেলা শিক্ষক ও কর্মচারী কো অপরেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কাল্ব) এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস ও সদস্য মাহমুদা শিরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও কাল্ব সূর্যের আলোর উদ্যোগক্তা মোঃ হাফিজুল ইসলাম জুয়েল, তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ঋনদান কমিটির সভাপতি মো.ইমদাদুল হক কাজল, নালিতাবাড়ী উপজেলা শিক্ষক ও কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর পর্যবেক্ষন কমিটির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, আব্দুল হাকিম স্মৃতি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু যোগেন চন্দ্র রায়, কালবের ব্যবস্থাপক মোঃ আউয়াল হোসেন, অবসর প্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মনিন্দ্র চন্দ্র র্বমন, বরুয়াজানী হাসান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, প্রাঃপ্রঃশি সমিতির সভাপতি মোঃ হাফিজুর রহমান, ঋনধান কমিটির সদস্য মোঃ আব্দুল হাই মাষ্টার। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা শিক্ষক ও কর্মচারী কো অপরেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাবেক সভাপতি ও উপদেষ্টা মোঃ নূরুল ইসলাম মাস্টার, ট্রেজারার মো হাবিবুর রহমান মনি প্রমুখ।