মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২০ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ রাসেল শিক্ষাবৃত্তি ও সম্মাননা লাভ করায় শেরপুরে কৃতি শিক্ষার্থী শিমু সংবর্ধিত

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৭, ২০২০ ২:৩০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরের এম এ পাবলিক স্কুলের সাবেক কৃতি শিক্ষার্থী সীমা আক্তার শিমু শেখ রাসেল জাতীয় শিশু কিশোর শিক্ষাবৃত্তি ও সম্মাননা লাভ করায় তাকে স্থানীয়ভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৬ অক্টোবর সোমবার সন্ধ্যায় শহরের দমদমা জেলা কারাগার মোড়ে এম এ পাবলিক স্কুলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সীমা আক্তার শিমুর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান, প্রেসক্লাব ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার। একইসাথে এলাকাবাসীর তরফ থেকেও তাকে ক্রেস্ট প্রদানসহ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Shamol Bangla Ads

এ উপলক্ষে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃষি ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা আকন্দ, মানবাধিকার সংগঠন আমাদের আইনের শেরপুর সদর শাখার সভাপতি জয়নাল আবেদীন হাজারী, পৌর কর্মচারী সংসদের সভাপতি ফারুক আহমেদ, স্থানীয় সমাজসেবকদের মধ্যে মাছুদুল আলম সরকার, আমিনুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ, রফিকুল ইসলাম আকন্দ, আলহাজ্ব হাসানুজ্জামান সিদ্দিকী, খন্দকার কালু গাজী, শাহ আলম, সুলতান মাহমুদ সুজন, সিনিয়র সহকারী শিক্ষক আবু জাফর, জুয়েল আলম আকন্দ, মিজানুর রহমান মুক্তা, রাকিবুল ইসলাম, কৃতি শিক্ষার্থী সীমা আক্তার শিমু প্রমুখ।
করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষক মাহবুব হাসান রুবেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানের পরিচালক নাসরিন আক্তার, সেলিনা আক্তার লাকীসহ শিক্ষকমণ্ডলী, কৃতি শিক্ষার্থী শিমুর বাবা উসমান আলী আকন্দ ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দমদমা মহল্লার উসমান আলী আকন্দ ও আকলিমা খাতুন দম্পতির মেয়ে এবং স্থানীয় এম এ পাবলিক স্কুলের সাবেক শিক্ষার্থী সীমা আক্তার শিমু পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষা জিপিএ-৫ পাওয়ায় গত ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের উদ্যোগে শিক্ষাবৃত্তি, সম্মাননা ও ল্যাপটপ পুরস্কার লাভ করেন। শিমু বর্তমানে ঢাকায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনম্যান্ট কলেজ একাদশ শ্রেণির শিক্ষার্থী।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!