সোমবার , ২৬ অক্টোবর ২০২০ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৬, ২০২০ ৮:০৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের ন্যায় বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শেষ হয়েছে। ২৬ অক্টোবর সোমবার বিজয়া দশমীর বিকেলে শহরের আড়াইআনি পুকুর ঘাটে বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমাগুলো আনার পর সেখানে ধুপ-ধোয়ার আড়তি, ঢাকের বাদ্যি আর উলুধ্বনিতে বিসর্জন দেওয়া হয়। শহরের বিভিন্ন স্থান থেকে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষসহ অন্যান্য সম্প্রদায়ের মানুষের পদভারে বিসর্জন এলাকা লোকে-লোকারণ্য হয়ে ওঠে।

Shamol Bangla Ads

জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি দলীয় নেতৃবৃন্দসহ প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত থেকে সনাতন ধর্মাবলম্বীদের মাথে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন। ওইসময় গোপাল জিউর নাট মন্দির প্রাঙ্গণে আয়োজিত হুইপ আতিক এমপি শহরের ৫টি পূজামণ্ডপকে সুন্দর আয়োজনের জন্য পুরস্কারের ঘোষণা দেন।

এতে শহরের মাধবপুর এলাকার কৃষ্ণ সংঘ পূজামণ্ডপ প্রথম স্থান, বটতলার ফ্রেন্ডস্ এসোসিয়েশন দ্বিতীয় স্থান, বাগবাড়ী বয়েজ ক্লাব ও মাতৃসেবক সংঘ যৌথভাবে তৃতীয় স্থান, নয়আনীবাজারের শ্রী শ্রী ভবতারা কালিমন্দির চতুর্থ স্থান অধিকার করে। পরে হুইপ আতিক তাদের যথাক্রমে ৬০ হাজার টাকা, ৫০ হাজার, ৪০ হাজার টাকা ও ৩০ হাজার টাকা করে পুরস্কার প্রদান করেন।
অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, শহর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাধারণ সম্পাদক চন্দন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক বিনয় সাহা, হুইপকন্যা ডাঃ শারমিন রহমান অমি ও সাদিয়া রহমান অপিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবার জেলায় ১৪২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!