স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ হুমায়ুন কবীর রুমান। ২৫ অক্টোবর রবিবার রাতে শহরের মধ্যশেরী, বাড়ইপাড়াসহ বিভিন্ন এলাকার মণ্ডপগুলো পরিদর্শন করেন। ওইসময় বাড়ইপাড়া মন্দিরের উন্নয়ন কাজের জন্য তৃতীয় দফায় ১ লক্ষ টাকার অনুদানসহ ব্যক্তিগত তহবিল থেকে আরও ৩০ হাজার টাকা প্রদান করেন জেলা পরিষদ চেয়ারম্যান রুমান। সেইসাথে মন্দিরের উন্নয়নে ভবিষ্যতেও সহায়তা অব্যাহত থাকবে বলে কথা দেন।
পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর কাজী মতিউর রহমান মতি, নন্দ সাহা, ইন্দ্রজিৎ চাকী, জেলা যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান ইউসুফ আলী রবিন, ছাত্রনেতা কৃষ্ণ ঘোষ, বিপুল সরকার, রিংকন দে, মানিক দে, নিত্য দে, সুকু, বিশ্বচাকী প্রমুখ।