স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপির বড় কন্যা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমির ৩০তম জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ করা হয়েছে। ২৩ অক্টোবর শুক্রবার সকালে জি কে পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি আতিউর রহমান আতিক এমপি। উদ্বোধন শেষে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারীরা প্রধান অতিথি হুইপ আতিউর রহমান আতিক এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে গরিবের ডাক্তার হিসেবে পরিচিত ডা. শারমিন রহমান অমিকেও জন্মদিনের শুভেচ্ছা হিসেবে জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্বাস্থ্য কর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোদাব্বির হোসেন, সহকারী পরিচালক সিসি আসাদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, হুইপ কন্যা সাদিয়া রহমান অপি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক সাজ্জাদুর রহমান সাজ্জাদ। আলোচনা শেষে উপস্থিত মহিলাদের চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী এবং খাবার প্যাকেট বিতরণ করা হয়। পরে শিশুদের নিয়ে ৩০তম জন্মদিনের কেক কাটেন ডা. শারমিন রহমান অমি এবং জেলা ছাত্রলীগের পক্ষ থেকেও কেক কাটেন ছাত্রলীগ কর্মীরা।