শুক্রবার , ২৩ অক্টোবর ২০২০ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা মহিলা আ’লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল করোনায় আক্রান্ত

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৩, ২০২০ ৬:২৫ অপরাহ্ণ

৫ জনের করোনা শনাক্ত ॥ মোট আক্রান্ত ৪৯৪, সুস্থ ৪৬৭

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, জেলা রেড ক্রিসেন্টের ভাইস-চেয়ারম্যান ও আইডিয়াল ইসকুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শামছুন্নাহার কামাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২৩ অক্টোবর শুক্রবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফল উদ্বৃত করে ওই তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ। এ নিয়ে জেলায় নতুন করে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হল। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় শামছুন্নাহার কামাল ব্যতীত অপর ৩ জনের মধ্যে ২ জন শহরের গৌরীপুর ও একজন খোয়ারপাড় এলাকার এবং অপরজন নকলা উপজেলার স্থানীয় বাসিন্দা।তাদের ৪ জনই স্ব-স্ব বাসায় আইসোলেশনে রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ৪৯৪ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ৪৬৭ জন। আর ৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলা মোট নমুনা সংগ্রহ হয়েছে ৬ হাজার ৬৯৯ জনের।

Shamol Bangla Ads

জানা যায়, করোনা পরিস্থিতির শুরু থেকেই নারীনেত্রী শামছুন্নাহার কামাল প্রশাসনের নানা উদ্যোগে শরিক হওয়ার পাশাপাশি দলীয় ও সামাজিকভাবে নানা কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করে আসছিলেন। গত ২০ অক্টোবর মঙ্গলবার রাত থেকে নারীনেত্রী শামছুন্নাহার কামাল শরীরে জ্বর, ব্যথা, কাশি ও দুর্বলতাসহ করোনা উপসর্গ দেখা দিলে পরদিন বুধবার সকালে শহরের খরমপুরস্থ বাসা থেকে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তার শরীরে সামান্য জ্বর-ব্যথার পাশাপাশি কিছুটা কাশি রয়েছে। শরীরও রয়েছে দুর্বল। তার সেবায় স্বেচ্ছায় পাশে থাকা জেলা পরিষদ সদস্য আয়েশা সিদ্দিকা রূপালী জানান, জামাতা ডাঃ ইব্রাহিম আলী ও একমাত্র সন্তান ডাঃ নাহিদ কামাল কেয়ার তত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন। এছাড়া জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ নাদিম হাসানসহ স্বাস্থ্য বিভাগের লোকজন তার খোঁজ-খবর নিচ্ছে। তিনি আরও জানান, করোনা উপসর্গের কারণে গরম পানির ভাপ নিতে গিয়ে তার শরীরে পড়ে শরীর ঝলসে গেছে। এ নিয়ে তাকে বাড়তি কষ্ট ভোগ করতে হচ্ছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!