স্টাফ রিপোর্টার ॥ ফসলের উৎপাদনশীলতা বাড়াতে প্রযুক্তি হস্তান্তরের লক্ষ্যে শেরপুরে ঝিনাইগাতীতে তিন দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ২২ অক্টোবর বৃহস্পতিবার শেষ হয়েছে। নবনির্মিত উপজেলা কৃষি অফিস ভবনের হলরুমে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ফসলের রোগবালাই, পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধ, মাটির গুনাগুন, সার-বীজ, বালাই নাশকের সঠিক প্রয়োগ সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের লক্ষে (৩য় পর্যায়) কৃষক প্রশিক্ষণ প্রকল্পের আওতায় আয়োজিত ওই প্রশিক্ষণে প্রতিদিন ৩০ জন করে ৯০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। শেরপুর খামারবাড়ীর অতিরিক্ত উপ-পরিচালক (শস্য উৎপাদন) কৃষিবিদ গোলাম রসুল, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য সংরক্ষণ) কৃষিবিদ আজিজল হক, ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর প্রশিক্ষণ প্রদান করেন।