শ্যামলবাংলা ডেস্ক : মহাবিশ্বের বিস্ময় ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর নিয়ে গবেষণার জন্য চলতি বছরের পদার্থবিদ্যায় নোবেল পেয়েছেন ৩ বিজ্ঞানী। ওই পুরস্কারের জন্য যুক্তরাজ্যের রজার পেনরোজ, জার্মানির রাইনার্ড গেনসেল ও যুক্তরাষ্ট্রের আন্দ্রেয়া গেজের নাম ঘোষণা করা হয়। ৬ অক্টোবর মঙ্গলবার রয়্যাল সুইডিশ আকাদেমির পক্ষ থেকে পদার্থবিদ্যায় নোবেলজয়ী ওই ৩ বিজ্ঞানীর নাম ঘোষণা করা হয়। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। নোবেল পুরস্কারের ১ কোটি সুইডিশ ক্রোনারের মধ্যে পেনরোজ পাবেন অর্ধেক। আর বাকি অর্ধেক গেনসেল ও গেজ ভাগ করে নেবেন।