ads

শনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২০ | ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৯, ২০২০ ১:১৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : শেরপুরের নকলা উপজেলায় প্রতিবছরের ন্যায় এবারও ব্রহ্মপুত্র নদে বাঙালির ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ব্রহ্মপুত্র নদের চরঅষ্টধর ইউনিয়নের অংশে নারায়নখোলা ঘাট থেকে ওই নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়। উপজেলার চরঅষ্টধর ইউনিয়ন ও চন্দ্রকোনা ইউনিয়ন বাসীর যৌথ আয়োজনে ওই নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। উপজেলার চন্দ্রকোনা, চরঅষ্টধর ও পাঠাকাটা ইউনিয়নের পাশ দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের নারায়নখোলা এলাকায় শুক্রবার দুপুর হতে সন্ধা পর্যন্ত ওই প্রতিযোগিতা চলে। পার্শ্ববর্তী জেলা জামালপুর ও ময়মনসিংহসহ বিভিন্ন এলাকা থেকে আগত ৪টি দৌঁড়ের নৌকা ও ৩ পইডা নৌকা ওই প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয় দধিয়ারচর এলাকার পঙ্খীরাজ নামের নৌকা ও চরবাছুরআলগী এলাকার টাইগার নামের নৌকার মধ্যে, এতে টাইগার দৌড়ে প্রথম হয়, দ্বিতীয় স্থান অর্জন করে পঙ্খীরাজ। দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হয় মানিকারচর এলাকার মামা-ভাগ্নে নামের নৌকা ও হনুমানেরচর এলাকার ঘূর্ণিঝড় নামের নৌকার মধ্যে, এতে মামা-ভাগ্নে প্রথম হয়, দ্বিতীয় স্থান অর্জন করে ঘূর্ণিঝড়। সর্বশেষে চরবাছুরআলগী এলাকার টাইগার ও মানিকারচর এলাকার মামা-ভাগ্নে নৌকার মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা হয়। এতে চরবাছুরআলগীর টাইগার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, আর রানার্স হয় মানিকারচর এলাকার মামা-ভাগ্নে নামের নৌকা।

Shamol Bangla Ads

পরে আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়া নৌকার বাইছা ও দলনেতার হাতে পুরস্কার তুলেদেন। তাছাড়া এ প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী সকল নৌকার দলনেতার হাতে পুরষ্কার তুলে দেন নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্যবৃন্দরা।
ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চরঅষ্টধর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চন্দ্রকোনা ইউনিয়নের চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী, পাঠাকাটা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ মিল্লাত ও চরঅষ্টধর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আহসান হাফিজ খান।
চন্দ্রকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুখলেছুর রহমান ও মো. মোহাম্মেল হোসেন রাজীবের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত নৌকা দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ্জামান সরকার সজল।
প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চরঅষ্টধর ইউনিয়র আওয়ামী লীগের সভাপতি এনামুল হক জিন্নাহ, সাধারণ সম্পাদক ছিয়াবুল হক বাদশা, সাংগঠনিক সম্পাদক মুখলেছুর রহমান খানসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউপি সদস্য, নারায়ন খোলা ও শিকদারপাড়া ঘাটের ইজারাদারসহ এলাকার গন্যমান্যদের সমন্বয়ে ১৪ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা নিরলস পরিশ্রম করেন।
বিভিন্ন স্তরের সমাজসেবক, পুলিশ বিভাগের সদস্য, ইউনিয়ন-ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী, বিভিন্ন বয়সী হাজারো উৎসুক নারী-পুরুষ নদের দুই তীরে দাড়িঁয়ে এবং কাছে থেকে নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করতে ভাড়া করা ছোট-বড় অর্ধশতাধিক ডিঙ্গি নৌকায় চড়ে দর্শকরা নদকে যেন একটি নতুন চিত্রে সাজিয়েছিলেন। দুপুর হতে না হতেই নদের তীরবর্তী এলাকায় বিভিন্ন বয়সী হাজারো নারী-পুরুষ উৎসুক দর্শকের মিলন মেলায় পরিণত হয়। বিশেষ করেন নৌকাবাইচ চলাকালে বাইছাদের শ্লোগমাখা প্রাণ জুড়ানো জাড়িগান সকলের মন কেড়ে নেয়।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চরঅষ্টধর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী বলেন, এখানে প্রতিবছর নৌকাবাইচ প্রতিযোগিতা হয়। এটি যেন এলাকার বাৎসরিক আনন্দের প্রাচীন ঐতিহ্য। তাই যুগ যুগ ধরে প্রতি বছর নৌকাবাইচের আয়োজন করেন তারা।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!