স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও মহান জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুর জেলা বিচার বিভাগের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, ভার্চুয়াল আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট শনিবার সকালে জেলা জজশীপ, ট্রাইব্যুনাল, ম্যাজিস্ট্রেসী ও বারের অংশগ্রহণে যথাযথ ভাবগম্ভীর পরিবেশে ওইসব কর্মসূচি পালিত হয়।
শেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুনের সভাপতিত্বে জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল আলোচনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ আখতারুজ্জামান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. হুমায়ুন কবীর. জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, জেলা জজ আদালতের জিপি অ্যাডভোকেট আবুল কাশেম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলুসহ শেরপুর জজশীপ, ট্রাইবুনাল ও ম্যাজিস্ট্রেসীর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা পর্বে অনুষ্ঠান উপস্থাপনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) জুলিফিকার হোসাইন রনি এবং মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনাসহ জুম হোস্ট হয়ে সার্বিকভাবে অনুষ্ঠান পরিচালনা করেন শেরপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীর।
মিলাদ শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীরের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্ট শাহাদাৎবরণকারীদের আত্মার শান্তি ও বেহেশত নসিব কামনা করেন। সেইসাথে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। বাদ যোহর বিশেষ দোয়া এবং এতিমখানায় অসহায় ও দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।