ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে পানিতে ডুবে মোছাঃ হাসনা খাতুন (১৩) নামে এক মৃগী রোগীর মৃত্যু হয়েছে। ৯ আগস্ট রবিবার ঝিনাইগাতী সদর ইউনিয়নের দিঘীরপাড় গ্রাম ওই ঘটনা ঘটে। মৃত হাসনা স্থানীয় দিঘীরপাড় ফাজিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা যায়, হাসনা খাতুন পূর্ব থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিল। তাদের নিজ বাড়ির পিছনে নানার পুকুরে হাত মুখ ধুতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে হাসনা খাতুনের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসনাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক বলেন, গ্রামবাসীর বক্তব্যে জানা গেছে হাসনা খাতুন মৃগী রোগী ছিল। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।