ক্ষুধার্ত শিশুর চিৎকার
কলমে: গোলাম মোস্তফা

………………………………………………………..
কোরবানির পশু কিনার আগে ভাবুন,
চারদিকে ভয়াবহ বন্যা,
আপনার হয়তো অঢেল সম্পদ আছে,
অনেকেই কর্মহারা ভয়ঙ্কর করোনায়।
অনাহারে চিৎকার করে কাঁদছে দেখো
পাশের বাড়ির ক্ষুধার্ত শিশু,
কোরবানির পশু কেনার আগে যদি দয়া হয়,
তাদেরকে খাবার দিও কিছু।
ক্ষুধার্ত শিশুর চিৎকার আঘাত করে
আমার হৃদয় গভীরে
এ চিৎকার আত্মহত্যা করতে বাধ্য করে
অনেক অসহায় বাবা-মা’রে ।
ক্ষুধার্ত মানুষের রিজিকে হয়তোবা নেই
তোমার দামি পশুর মাংস,
মাংস দিতে না পারলেও,দিও-
চামড়া বিক্রির একটি অংশ।




