ads

সোমবার , ২০ জুলাই ২০২০ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

Participle নিয়ে আলোচনা

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২০, ২০২০ ১:১৩ অপরাহ্ণ

“সে রাস্তা দিয়ে একটি মৃত সাপ দৌড়ে যেতে দেখল।” বাক্যটি দেখে নিশ্চয়ই হাসি পাচ্ছে। রাস্তা দিয়ে আবার মৃত সাপ কিভাবে দৌড়ে যায়? আসলে এটি একটি mis-related participle এর উদাহরণ। আজ আলোচনার বিষয় হচ্ছে “The classification of Non finite verb, part-2″( participle)।

Shamol Bangla Ads

প্রিয় শিক্ষার্থীরা কেমন আছ? নিশ্চয়ই ভাল আছ। আজ আমরা আলোচনা করব Non finite verb এর পরবর্তী অংশ অর্থাৎ ‘participle’। তার আগে জেনে নেই participle কি? যখন কোন Verb একসাথে verb এবং Adjective এর কাজ করে তাকে সাধারণত Participle বলা হয়ে থাকে। গত আলোচনায় আমরা দেখেছিলাম Noun এর definition দিতে গিয়ে যে সহজ পদ্ধতি ব্যবহার করি ঠিক তেমনি পদ্ধতি ব্যবহার করব। যেমন- ‘কেমন’ দ্বারা প্রশ্ন করে সাধারণত উত্তর পেলে তাকে আমরা adjective বলে থাকি। যেমন- The girl is beautiful। এখন ‘কেমন’ দ্বারা যদি প্রশ্ন করি, মেয়েটি কেমন তাহলে বাক্যটি থেকে উত্তর পাই সুন্দরী। সেক্ষেত্রে আমরা সহজে adjective টি বের করতে পারলাম। পাশাপাশি আমরা জানি ‘ beautiful ‘ একটি adjective। এখন দেখি ঠিক একইভাবে participle বের করতে পারি কি না! যেমন I saw a flying bird। বাক্যটির বাংলা হল, আমি একটি উড়ন্ত পাখি দেখলাম। কেমন পাখি ‘উড়ন্ত, এখানে flying হল ‘participle’ অর্থাৎ adjective। আমরা আরোও জানি যে যখন কোন Word একটি Noun কে modify করে বা সহজভাবে এটি Noun সম্পর্কে কিছু বলে তাকে adjective বলা হয়ে থাকে। তাই flying একটি adjective এবং ‘fly’ একটি verb, যা ‘flying word এর মাঝে আছ সেজন্য এটি একটি participle। এখন আমরা স্পষ্টই বলতে পারি যে Verb এর সাথে শুধু ing যোগ থাকলেই তা gerund নয়। verb এর সাথে ing যোগ হলে তা participle ও হতে পারে, তা নির্ভর করবে বাক্যে তার অবস্থান অনুযায়ী। আমরা এখন দু’টো বাক্যে একই রকম শব্দ দিয়ে দেখব gerund এবং participle এর পার্থক্য কিভাবে হয়। 1.The little boy teased the sleeping dog.
2. Sleeping is very necessary for everyone.
এখন প্রথম বাক্যে ‘sleeping’ হল একটি participle। কারণ এটি ‘কেমন’ দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি ‘ঘুমন্ত’ এবং এটি noun কে modify করছে তাই participle । ঠিক একইভাবে 2 নং বাক্যে sleeping, word টিকে যদি ‘কি’ দ্বারা প্রশ্ন করা হয় তাহলে দেখা যায় উত্তর আসে ‘ঘুম’ যা একটি noun, এটিকে ‘কেমন’ দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় না। এক্ষেত্রে বলতে পারি শুধু ‘ing’ যোগ থাকলেই সেটি noun হয়ে যায় না। তার প্রায়োগিক দিকটিও খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত ‘অ’ ‘আ’ ‘এ’ ‘অন্ত’ ‘ত’ ইত্যাদি উচ্চারণ দিয়েও word টি adjective কি না তা নির্ণয় করা যায়।
participle কে তিনভাগে ভাগ করা যায়
1. present participle,
2. past participle,
3. perfect participle.
1. যে participle, present রূপে থাকে ( present রূপটি grammar এ verb+ing দিয়ে নির্ণয় করা হয়েছে) তাকে present participle বলা হয়, যেমন: It is a shooting star. কেমন তারা ‘ছুটন্ত’।
2. যে participle past form এ থাকে তাকে past participle বলা হয়ে থাকে, যেমন: Harry sold a broken chair. ‘কেমন’ কেদারা?-ভাঙ্গা কেদারা এবং participleটি past form এ আছে বলে এটি past participle।
3. Perfect participle টিতেও verb এবং adjacent একসাথে থাকে কিন্তু এটি একটি নির্দিষ্ট structure অনুসরণ করে থাকে। যথা: Have+ing= Having +verb এর past participle থাকলে তা participle হয়। যেমন: Having eaten rice। he went to market। এ বাক্যে Having eaten হল perfect participle এর উদাহরণ। অনেক সময় শিক্ষার্থীদের প্রশ্ন থাকে participle কোথায় বসতে পারে। একটি adjective তার অবস্থান অনুযায়ী যেখানে বসতে পারে ঠিক একটি participle ও ঠিক সে জায়গায় বসতে পারে। নিচে কতগুলো বাক্য দেখ
1. A running horse looks amazing.
2. The movie is interesting.
3.It is a killed snake.
4. Having completed home-work, the little boy went to bed.
1. নং বাক্যের অর্থ হল : ছুটন্ত ঘোড়া দেখতে সুন্দর।
2. নং বাক্য হল: সিনেমাটি ছিল মজার।
3.নং বাক্য ল: বাড়ির-কাজ করে ছোটছেলেটি বিছানায় গেল।
কিছু participle আছে যেগুলোকে আমরা mis-related participle বলতে পারি যেমন:
a) He was running along the road. সে রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছিল।
b) He saw a killed snake. সে একটি মৃত সাপ দেখল।
এখন এ দু’টি বাক্যকে যদি যোগ দেই তাহলে একটি বাক্য এমন আসে। He saw a killed snake running along the road. তাহলে অর্থ দাড়ায় সে একটি মৃত সাপকে দৌড়ে যেতে দেখল। “হাস্যকর অর্থ হল” বাক্যের construction ঠিক আছে কিন্তু বাস্তবিক অর্থ ঠিক নেই।কারণ participle টি সঠিকভাবে ব্যবহৃত হয়নি। running participle টি ব্যবহৃত হবে ‘He’ এর জন্য। কিন্তু তা না হয়ে ব্যবহৃত হয়েছে ‘killed snake’ এর জন্য। তাই এখন অর্থ হয়েছে, এগুলোকে mis-related participle ও বলা হয়। এটি অর্থ এবং গঠন অনুযায়ী সঠিক হত,যদি বাক্য এভাবে তৈরি করা যেত।”While running along the road, he saw a killed snake”( রাস্তাদিয়ে দৌড়ানোর সময় সে একটি মৃত সাপ দেখল)। এটি হল participle এর আলোচনা। শেষ অংশের আলোচনায় Infinitive এর ব্যবহার থাকবে।

লেখক : রীতেশ কর্মকার, প্রভাষক (ইংরেজি), নিজাম উদ্দিন আহম্মদ মডেল কলেজ, মোবাইল- ০১৭১২৬৭৯৩৩০, E-mail:karmakerritesh@gmail.com

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!