খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে কুকুরের কামড়ে মানসিক ভারসাম্যহীন এক নারী (৪০) আহত হয়েছে। ঘটনাটি ঘটে ১৭ জুলাই শুক্রবার উপজেলার রাংটিয়া বাজারে।
জানা যায়, মানসিক ভারসাম্যহীন ওই নারী গত একযুগেরও বেশী সময় ধরে রাংটিয়া বাজারের একটি সরকারি চালাঘরে বসবাস করে আসছেন। ওই নারী কোথায় থেকে এসেছেন এলাকার কেউ বলতে পারেন না। গত এক যুগ ধরে ওই বাজারের সরকারি খোলা একটি ঘরে বসবাস করার পাশাপাশি বাজারটি সে প্রতিনিয়ত পরিস্কারের কাজ করে থাকেন। আশপাশের লোকজন তাকে কিছু খাবার দেন তাই খেয়ে দিন কাটান ওই মানসিক ভারসাম্যহীন নারী। শুক্রবার দুপুরে একটি কুকুর এসে তার হাতে কামড় দিয়ে রক্তাক্ত করে। এতে গুরুতরভাবে আহত হয়ে কাতরাচ্ছেন ওই মানসিক ভারসাম্যহীন নারী।
বাজারের বাসিন্দারা জানান, ইতোপূর্বেও কুকুরে কামড় দিয়ে আহত করেছিল ওই নারীকে। সেসময় গ্রামবাসিরা ভ্যাক্সিন কিনে দিলেও এবার কেউ এগিয়ে আসেননি। বর্তমানে ওই নারী ব্যাথার যন্ত্রণায় ছটফট করছে। স্থানীয় বাসিন্দাদের মতে, খোলা ঘরে বসবাসের কারনে বারবার কুকুরে কামরাচ্ছে ওই নারীকে।