ads

শুক্রবার , ৩ জুলাই ২০২০ | ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সদর থানার ওসি মামুন করোনা ভাইরাসে আক্রান্ত

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৩, ২০২০ ২:৩৯ অপরাহ্ণ

 স্টাফ রিপোর্টার : শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তাকে নিয়ে জেলায় মোট ২৬ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। সব মিলিয়ে জেলায় আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ২৪৮। এ সময়ে সুস্থ হয়েছেন ২০১ জন। আর ৩ জনের মৃত্যু হয়েছে। ২ জুলাই বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) পিসিআর ল্যাব থেকে পাঠানো প্রতিবেদনের বরাত দিয়ে শুক্রবার জেলার সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ ওইসব তথ্য জানান।
জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মমেকের পরীক্ষাগারে শেরপুর জেলার ৩৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ওসি আবদুল্লাহ আল মামুনের করোনা পজিটিভ হয়। তিনি থানার সরকারি বাসায় আইসোলেশনে আছেন। আগামীকাল শনিবার করোনা পরীক্ষার জন্য তার পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে। 
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ মোবারক হোসেন বলেন, জেলায় কোভিড সংক্রমণের শুরু থেকেই ওসি আবদুল্লাহ আল মামুন উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ করছিলেন। বিশেষ করে কোভিডে আক্রান্ত ব্যক্তি ও পরিবারকে মানবিক সহায়তাসহ করোনার বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সিভিল সার্জন আনওয়ারুর রউফ বলেন, শেরপুরে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। গত ৫ এপ্রিল প্রথম দুই নারীর করোনা শনাক্তের পর তিন মাসে জেলায় ২৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যথাযথভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় সামাজিক সংস্পর্শের কারণে সংক্রমণ বাড়ছে। তাই করোনার বিস্তার রোধে মাস্ক ব্যবহারসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জেলাবাসীর প্রতি অনুরোধ জানান তিনি। এ পর্যন্ত আক্রান্ত ব্যক্তিদের মধ্যে শেরপুর সদরে ১০২, নকলায় ৪৭, নালিতাবাড়ীতে ৫৩, ঝিনাইগাতীতে ২৫ ও শ্রীবরদী উপজেলায় ২১ জন রয়েছেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!