স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ করোনার আক্রান্ত হয়ে ময়মনসিংহ নগরীর এস.কে হাসপাতালের ভেন্টিলেশনে চিকিৎসাধীন ড. দেবাশীষ দাস (৫২) এক গার্মেন্টস কর্মকর্তা রবিবার সকালে মারা গেছেন। পরে তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) পসিআর ল্যাবে পাঠানো হলে পরীক্ষায় ড. দেবাশীষ দাসের করোনা পজিটিভ হয়েছে বলে জানান মমেক অধ্যক্ষ প্রফেসর ডাঃ চিত্তরঞ্জন দেবনাথ। তার বাড়ি ঢাকার সাভার উপজেলার শিমুলিয়ায়। তার স্ত্রী উমা রানী দাস ময়মনসিংহের সহকারি জেলা ও দায়রা জজ বলে জানা গেছে। ড. দেবাশীস ঢাকার ফকিরা গ্রুপের গার্মেন্টস বিভাগের এইচআর বিভাগের প্রধান ছিলেন।
জেলা সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, শ্বাসকষ্ট নিয়ে শনিবার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে তাকে এস.কে হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ভেন্টিলেশনের রাখা হয়। রবিবার সকাল ৭টার দিকে মারা যান তিনি। ময়মনসিংহ ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর সহযোগিতায় বিডিক্লিন ময়মনসিংহের স্বেচ্ছাসেবক কর্মীরা গতকাল বিকেলে নগরীর বলাশপুর শ্বশ্বানঘাটে ড. দেবাশীষ দাস মরদেহ শেষকৃত্য সম্পন্ন করেন।
মেধাবি এই বেসরকারি কর্মকর্তা পিতার চাকুরির সুবাদে ১৯৮৩ সালে ময়মনসিংহের নাসিরাবাদ কলেজিয়েট স্কুল থেকে এসএসসি এবং আনন্দমোহন কলেজ থেকে ঢাকা বোর্ডে ৭ম স্থান দখল করে উচ্চ শিক্ষার জন্য পাড়িজমান ইংল্যান্ডে। সেখানে আটলান্টিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বার্মিংহাম থেকে পিএইচডি ডিগ্রি লাভ দেশে ফিরে খ্যাতনামা গার্মেন্টস ফকিরা গ্রুপের এইচ আর হেড হিসাবে কর্মরত ছিলেন।